যুগে যুগে বাংলায় সমাজসংস্কার ও সংস্কৃতি সুরক্ষায় প্রথিতযশা ব্যক্তিগণ বিভিন্নভাবে অবদান রেখেছেন। কুসংস্কার ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে মুক্ত করে যাঁরা জরাজীর্ণ সমাজব্যবস্থায় নবযৌবন দান করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশই সাহিত্যিক ও সমাজসংস্কারক। আধ্যাত্মিক প্রচারক হিসেবে যাঁরা সমগ্র বিশ্বে সমাজসংস্কার ও বাঙালি সংস্কৃতির প্রচার করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। যে পাশ্চাত্যবাসীর সংস্কৃতি সমগ্র বিশ্ববাসী অনুকরণ করে, তাঁদের তিনি বাঙালি সংস্কৃতি ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনধারা পরিবর্তনে উদ্বুদ্ধ করেছেন।