আপদকালীন ফসল আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর চাষীরা। ভালোভাবে ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে (২০২১-২২ অর্থবছর) জেলায় ৭০ হাজার ৭৩৫ হেক্টর জমিতে আউশ ধান রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বিপরীতে ৫৭ হাজার ৯১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।