পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের 'ওয়ান-বি' স্প্যানে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের 'ফ্ল্যাগ স্ট্যান্ড' এর ধাক্কার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার। তবে ধাক্কার ঘটনার ভিডিওটিকে ফেরি কর্তৃপক্ষ বলছে, সেটি নামানোর সময় ধারণকৃত।
স্প্যান অতিক্রম করার আগেই কেন ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড নামানো হয়নি জানতে চাইলে ফেরির চালক বলেছেন, তিনি প্রয়োজন মনে করেননি।
রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের জুনিয়ার মাস্টার ইন ল্যান্ড মো. রাসেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্প্যান অতিক্রম করার আগে থেকেই ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানো প্রয়োজন মনে করিনি।'
নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর এক প্রকৌশলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওয়ান-বি স্প্যানটিতে ফেরিটি যাওয়ার সময় কোনো শ্রমিক ছিল না। তখন একটি দল কাজ করে আরেকটি দল আসার কথা ছিল। ফেরিটি যখন পুনরায় ফিরিয়ে আনা হয় দেখার জন্য, তখন ফেরি সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে।'