বাংলাদেশে বিতর্কিত ‘ডেসটিনি ২০০০’, ‘ইউনিপে টু’, ‘এইম ওয়ে’ ধরনের মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার জাল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও। উচ্চ মুনাফা ও রাতারাতি হাজার হাজার ডলার আয়ের লোভে অনেকেই এই প্রলোভনের ফাঁদে পা রাখছেন। তাতে হারাচ্ছেন মোটা অংকের অর্থ। এমনকি ব্যবসার চেইন যোগাড় করতে না পারা অথবা সামাল দিতে না পারার কারণে ভাঙন ধরছে পারিবারিক সম্পর্কেও।