ব্যাটিং-বোলিং এমনকি কিপিং নিয়েও আছে দলের মাঝে প্রতিযোগিতা। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তা আরও তীব্র আকার ধারণ করেছে। নিজেদের মধ্যে মধুর লড়াই উপভোগ করছেন খেলোয়াড়রা, দাবি টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।
বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ওপেনার হিসেবে নামতে লড়াই লিটন, সৌম্য, নাঈমের মাঝে। মেহেদীরও অভিজ্ঞতা আছে ওপেন করার।