'দেশান্তর' সিনেমায় অর্ণপূর্ণা নামে যে নারী চরিত্রে অভিনয় করছি, তা আমার আগের সব সিনেমার চরিত্র থেকে অনেকটা আলাদা। এ সিনেমায় কবি নির্মলেন্দু গুণের উপন্যাসের চরিত্রে অভিনয় করছি। এর আগেও সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছি। কিন্তু সেসব সিনেমা থেকে এটি ভিন্ন ধরনের হবে বলে আমার ধারণা। এর কাহিনী, চরিত্র ও নির্মাণ পরিকল্পনা শুনেই আশাবাদী হয়ে উঠেছি। আরেকটি বিষয় হলো, সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ সুজন।
এর আগে তার পরিচালনায় টিভি নাটকে অভিনয় করেছি। তখনই দেখেছি, সুজন কতটা যত্ন নিয়ে কাজ করে! যেহেতু এবার সুজন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, তাই কাজের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী ও মনোযোগী হয়ে উঠেছে। তার পাশাপাশি সিনেমার পুরো ইউনিটই আন্তরিকভাবে কাজ করছে দর্শককে ভালো কিছু উপহার দেওয়ার আশায়।