বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান একটি নতুন যুদ্ধ শুরু করেছে মনে হয়। কয়েক দিন ধরেই দেখছি অনলাইনে একটার পর একটা ফিচার। এই ফিচারে বক্তব্য দিচ্ছেন একজন বাঙালি। গত ২৯ আগস্ট যে ফিচারটি দেখেছি, তাতেও ব্যারিস্টার আমীর-উল ইসলাম, প্রয়াত আবদুর রাজ্জাক, জেনারেল সফিউল্লাহ এবং আরো অনেকের তৎকালীন বক্তৃতা-বিবৃতির অংশবিশেষ উদ্ধৃত করে বলার চেষ্টা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের সামরিক জান্তার সঙ্গে আপস করে চলেছেন এবং জেনারেল ইয়াহিয়াকে প্রেসিডেন্ট রেখে নিজে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।