মাদকের মামলায় নায়িকা পরীমণির জামিন আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে। হাইকোর্টের রুল জারির পর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রোববার এই দিন ঠিক করেন। ফলে আগের তারিখের চেয়ে শুনানি ১৩ দিন এগিয়ে এলো।
গত ২২ আগস্ট পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক আবেদনে 'দ্রুত শুনানির' আর্জি জানান তার আইনজীবী মজিবুর রহমান। তাতে কোনো সাড়া না পেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করেন তিনি। পরে দুই দিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।