বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা নিয়ে অসাধু চক্রের তৎপরতা শুরু হয়েছে।তারা টাকার বিনিময়ে মানুষকে টিকা দেয়ার ব্যবস্থা করে দিচ্ছে।ওই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হয় সরকারি টিকা কেন্দ্রের কর্মী অথবা টিকা কেন্দ্রের কর্মীদের সঙ্গে যোগসাজসে এই কাজ করছে।গত কয়েক দিনে টাকার বিনিময়ে টিকার দেয়ার বেশ কিছু তথ্য প্রকাশের পর গোয়েন্দারা তদন্তেনেমেছেন।ইতোমধ্যে টিকার অসাধু নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিছু সদস্যের তথ্যও তারা জানতে পেরেছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে টিকা নিয়ে অসাধু চক্র সক্রিয় থাকার তথ্য এসেছে।গোয়েন্দারা ইতোমধ্যে তাদের ধরতে তৎপরতা শুরু করেছে।