হত্যা মামলার আসামিকে শিশু প্রমাণে ভুয়া সনদ, মামলার নির্দেশ আদালতের

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ১৯:২৩

ফেনীতে একটি হত্যা মামলার আসামিকে শিশু হিসেবে প্রমাণের জন্য ভুয়া জন্মসনদ আদালতে দাখিল করেছে আসামিপক্ষ। আদালতকে বিভ্রান্ত করার অপরাধে দোষীদের বিরুদ্ধে সোনাগাজী থানা-পুলিশকে মামলা করার আদেশ দিয়েছেন বিচারক। গতকাল রোববার ফেনীর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।


পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ জুন সন্ধ্যায় অটোরিকশাচালক নুর আলমকে গলা কেটে হত্যা করা হয়। ২০ জুন নুর আলমের বাবা নুর নবী বাদী হয়ে ফেনীর সোনাগাজী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। সন্দেহভাজন আসামি হিসেবে মেহেদী হাসান জনি ও তাঁর কয়েক সহযোগীকে আটক করা হয়। পরে মেহেদী হাসানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us