বিভিন্ন সময়ে নিখোঁজ হয়ে আর না ফেরা ব্যক্তিদের স্বজনদের নিয়ে এক অনুষ্ঠানে এসে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বললেন তার বেদনার কথা।
তিনি বললেন, “এখানে এলে দুঃখে, লজ্জায় আমার মাথা নুয়ে পড়ে। গুম হওয়া পরিবারের সন্তান, মা বোনেরা, আমি আপনাদের কাছে আসি কেবলমাত্র সময় চাওয়ার জন্য, আমার অপারগতা জন্য, ক্ষমা চাওয়ার জন্য।” আন্তর্জাতিক ‘গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের ডাক’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।