কৃষ্ণচরিত্রে রাধা এলেন কীভাবে

যুগান্তর নান্টু রায় প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ১২:০৫

অথর্ববেদের উপনিষদগুলোর মধ্যে গোপালতাপনী নামে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে কৃষ্ণকে গোপগোপীপরিবৃত দেখা যায়। কিন্তু এতে গোপগোপীর অর্থ প্রচলিত অর্থের থেকে আলাদা। এখানে গোপী অর্থ অবিদ্যা কলা। আর গোপীজনবল্লভ অর্থ ‘গোপীনাং পালনশক্তিনাং জনঃ সমূহঃ তদ্বাচ্যা অবিদ্যাঃ কলাশ্চ তাসাং বল্লভঃ স্বামী প্রেরক ঈশ্বরঃ।’ উপনিষদে গোপীর এমন অর্থ আছে, অথচ রাসলীলার কোনো কথাই নেই। রাধার নামমাত্র নেই। একজন প্রধানা গোপীর কথা আছে বটে, তবে তিনি রাধা নন, তার নাম গান্ধর্বী। তার প্রাধান্যও কামকেলিতে নয়-তত্ত্বজিজ্ঞাসায়। ব্রহ্মবৈবর্তপুরাণ আর জয়দেবের গীতগোবিন্দ কাব্য ছাড়া কোনো প্রাচীন গ্রন্থে রাধা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us