গুম কারা হচ্ছে, কারা করছে, কেন করছে

প্রথম আলো মারুফ মল্লিক প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ০৭:৩৫

ছাত্র অধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামানকে এ বছরের ২৬ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে র‍্যাব পরিচয়ে কয়েকজন ধরে নিয়ে যায়। এরপর তিন দিন শাকিল নিখোঁজ ছিলেন। শাকিলের পরিবার, স্বজনেরা, থানা-পুলিশের কাছে জানানোর পরও শাকিলের সন্ধান পাননি। পরে শাকিল জানিয়েছিলেন, ওই সময় অপহরণকারীরা গামছা দিয়ে তাঁর চোখ বেঁধে ও জম টুপি পরিয়ে প্রতি রাতে গাড়িতে করে ঘোরানো হয়েছে রাত তিনটা-চারটা পর্যন্ত। তাঁর ভাষ্যমতে, আটকের তিন দিন পর তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। ইউটিউবে প্রচারিত একটি ভিডিওতে শাকিল এসব অভিযোগ করেছেন। তাঁর ভাষ্যমতে, অজ্ঞাত স্থানে বন্দী অবস্থায় তাঁকে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। ঘুমাতে দেওয়া হয়নি। বুট দিয়ে তাঁর পা পিষে দেওয়া হয়েছে। পুলিশের হাতে হস্তান্তর করার আগে যে তিন দিন শাকিল ‘অজ্ঞাতবাসে’ ছিলেন তাঁকে তিনি ‘গুম’ বলে অভিযোগ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us