চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আটটি এইচডিইউ শয্যা উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এটিকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে। রোববার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সরঞ্জাম ও বিএসআরএম গ্রুপের অর্থায়নে ৮ শয্যার এইচডিইউ জোনের যাত্রা রোববার শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নওফেল বলেন, “করোনা পরিস্থিতির শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নিজ উৎসাহে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা আক্রান্তদের চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে।