ইতালির ল্যাম্পডুসা দ্বীপের কাছে ৫৩৯ জন অভিবাসীসহ একটি নৌকা উদ্ধার করা হয়েছে। এর আগে সাগরে ভাসমান অবস্থায় এত অভিবাসীকে একসঙ্গে উদ্ধার করা হয়নি। নারী ও শিশুও ছিল সেখানে। তারা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থী হওয়ার আশায় এসেছে। তারা ঠিক কোন দেশি এখনো জানা যায়নি, তবে এর আগে ইতালির উপকূল থেকে যেসব শরণার্থীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি থাকার ইতিহাস রয়েছে।