আট বছরের এক ছেলে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বরিশালে জোবায়ের আহমেদ নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জোবায়ের সদর উপজেলার ধর্মাদী এলাকার জামেউল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। রোববার (২৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এর আগে শনিবার (২৮ আগস্ট) যৌন নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন।