বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে ছয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ১৭ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৩২ জন। সুস্থ হয়েছেন ৪৬৭ জন।
রোববার (২৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৪৮ জন। শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৮৭ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৩৫ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ২২০ জন।