রাষ্ট্রসংঘের বিবৃতি থেকে 'তালিবান' উধাও!

এইসময় (ভারত) প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১৪:০৫

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে তালিবান শব্দ উধাও! সম্প্রতি কাবুল বিমানবন্দরে হওয়া হামলা নিয়ে United Nations Security Council এর তরফ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছিল। যেখানে 'তালিবান'-এর কোনও উল্লেখ করা হয়নি। তবে ওই বিস্ফোরণ নিয়ে ধিক্কার জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে UNSC এর সভাপতিত্ব করছে ভারত। স্বাভাবিকভাবেই ভারতের সভাপতিত্বে তালিবান প্রসঙ্গ এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রীতিমতো সরব বিশ্ব। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, কূটনৈতিক কারণেই কি বাদ পড়ল তালিবানের নাম? যদিও সেই প্রশ্নে নীরব UNSC। এদিনের বিবৃতিতে বলা হয়েছে, 'গত ২৬ অগাস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে হওয়া হামলা অত্যন্ত নিন্দনীয়। ISKP-র করা ওই হামলার জেরে ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাঁর মধ্যে ১৩ জন মার্কিন সৈন্য ছিলেন'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us