বাবার সঙ্গে কক্সবাজার যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১৩:১০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কক্সবাজার ভ্রমণের স্মৃতিচারণ করলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কক্সবাজারের প্রতি বঙ্গবন্ধুর আলাদা আকর্ষণ ছিল। রাজনৈতিক কারণে বেশিরভাগ সময় জেলখানাতেই থাকতেন তিনি। কিন্তু যখনই তিনি জেলের বাইরে থাকতেন তখন প্রতিবছর শীতকালে আমাদের নিয়ে একবার কক্সবাজার বেড়াতে যেতেন।


প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, তখন কক্সবাজারের অবস্থা এ রকম ছিল- ছোট ছোট কটেজ, মাটির ঘর ছিল, সেই কটেজ ভাড়া করে থাকতাম। এমনকি তার সঙ্গে উখিয়ায় গেছি। তখন উখিয়ায় ঘনজঙ্গল ছিল। উখিয়ায় ঘনজঙ্গল পেরিয়ে যেতে হয়েছে। সেখানে ডাকবাংলোয় ছিলাম। সেখানে বাঘের ডাক, পাখির ডাক শোনা যেতো। হাতি আসতো। যদিও এখন সেখানে সেসবের চিহ্ন নেই। কিন্তু প্রতিবছর তিনি (বঙ্গবন্ধু) যেতেন। কক্সবাজারে যে ঝাউবন দেখা যায় সেটাই বঙ্গবন্ধুর উদ্যোগেই করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us