ড্যানিয়েল জার্ভিস জার্ভোকে এবার ভারতপ্রীতির শাস্তি ভোগ করতে হচ্ছে। লর্ডস টেস্টের পর লিডস টেস্টেও টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে পড়েন ক্রিকেট ভক্ত জার্ভো। নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে সোজা পৌঁছে যান ক্রিজে। তার কারণে খেলায় ছন্দপতন ঘটে। ফলে তাকে আজীবন নির্বাসিত করল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।