জীবন ও অর্থনীতির জন্য সংকট

সমকাল মো. কামরুল আহসান তালুকদার প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ০৯:১৮

৪০০ বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল নগর সভ্যতা। এখন এ নদীর অস্তিত্ব বিপন্ন। ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার ৪২টি নর্দমা দিয়ে বুড়িগঙ্গায় বর্জ্য যাচ্ছে। নগরের ৭০ শতাংশ পয়ঃবর্জ্য চারপাশের চার নদীতে যাচ্ছে। এসব নদীতীরের দুই সহস্রাধিক শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য নদীতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের মতে, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর পানিদূষণের অন্যতম কারণ শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য। হাজারীবাগের ১৮৫টি চামড়া শিল্প কারখানা প্রতিদিন গড়ে ২১ হাজার ৬০০ ঘনমিটার অপরিশোধিত বর্জ্য নির্গত করত। এ বর্জ্য মূলত বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করেছে। বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত তরল বর্জ্য বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী ও বংশী নদীতে অপসারিত হচ্ছে। ১৮৫টি ড্রেনের মাধ্যমে প্রতিদিন ৫০ হাজার টন তরল ও কঠিন বর্জ্য নদীতে আসে। ট্যানারি এবং পয়ঃবর্জ্য ৬০ শতাংশ নদীদূষণের জন্য দায়ী। শিল্পবর্জ্য ৩০ শতাংশ এবং অন্যান্য উৎস ১০ শতাংশ নদীদূষণের জন্য দায়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us