দেশব্যাপী বিধিনিষেধ শিথিল হওয়ায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মৌসুমে ব্যবসা পুনরুদ্ধারের বিষয়ে ব্যবসায়ীদের আস্থা আগের চেয়ে বেড়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলের (সানেম) ব্যবসায় আস্থা সংক্রান্ত জরিপে এ তথ্য ওঠে এসেছে।
০ থেকে ১০০ স্কেলে পরিমাপ করা এ জরিপে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল-জুনে ব্যবসায় আস্থা সূচক (বিসিআই) ৪১ দশমিক ৩৯ শতাংশ থাকলেও, জুলাই-সেপ্টেম্বরে তা ৪৯ দশমিক ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।
জরিপের ফলাফল জানানোর সময় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, 'সব উপখাতেই উন্নতি দেখা গেছে। ব্যবসায় আস্থার এ উন্নতি বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আশা দেখাচ্ছে।'