রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমেছে। কিন্তু পানি কমলেও তা বিপৎসীমারর ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না।
এছাড়াও বাংলাবাজার- শিমুলিয়া রুটে এখনও ফেরি চলাচল শুরু না হওয়ায় ওই রুটের গাড়িগুলো এই রুট ব্যবহার করছে। ফলে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বিকেলে দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।