প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, বিদ্যুতের দাম বাড়বে। কারণ পৃথিবীতে এ পর্যন্ত কোনো দেশই বিদ্যুতের দাম কমাতে পারেনি। বাংলাদেশ ট্রানজিশনে আছে, গ্রোথ আরও বেশি হবে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের গতি শ্লথ করার কোনো দরকার নেই, বরং বাড়ানো দরকার। তবে ব্যয় কমাতে আমাদের সাশ্রয়ী হতে হবে।
'ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশ' আয়োজিত এক ভার্চুয়াল সভায় শনিবার তিনি এসব কথা বলেন। 'বাংলাদেশে বিদ্যুতের চাহিদা : স্থাপিত এবং সরবরাহ সক্ষমতা' শীর্ষক ওয়েবিনারে এফইআরবি'র চেয়ারম্যান অরুন কর্মকার সভাপতিত্ব করেন।