খোলার দ্বিতীয় দিন শনিবার (২৮ আগস্ট) মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দুপুর পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি ছিল কম। তবে বেলা যত গড়িয়েছে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। দীর্ঘদিন ঘরবন্দি থাকা শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত চিড়িয়াখানা প্রাঙ্গণ। স্বরূপে ফিরতে শুরু করেছে ৮৬ দশমিক ৬৩ একর জায়গা নিয়ে গড়ে ওঠা রাজধানীর এ চিড়িয়াখানাটি।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ কাউন্টার ফাঁকা, দুই তিনটি কাউন্টার থেকে টিকিট কেটে মাস্ক পরে লাইন ধরে চিড়িয়াখানায় ঢুকছেন দর্শনার্থীরা। ঢুকার সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দর্শনার্থীদের হাতে স্প্রে করে দিচ্ছেন। প্রতি ১৫ মিনিট পরপর মাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানায় চলাফেরা করতে দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে। চিড়িয়াখানায় আসা অধিকাংশ দর্শনার্থীই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। এর মধ্যে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।