বগুড়ার ধুনটে বিভিন্ন শ্রেণি-পেশার ২১ জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। এতে করে জীবিত এসব মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগীরা জানান, ভোটার তালিকায় মৃত দেখানোর কারণে ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক ঋণ, সরকারি ভাতার টাকা উত্তোলন ও করোনার টিকার রেজিস্ট্রেশনসহ নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলেও প্রতিকার মিলছে না। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দ্রুত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি জানান তারা।