দেশে প্রথম সাগরের উপর সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে। আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করতে বঙ্গোপসাগরের তলদেশে ব্লক তৈরি করে বাড়ানো হচ্ছে রানওয়ে। এই নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চীনের দুটি প্রতিষ্ঠান। বেবিচক বলছে, কক্সবাজার বিমানবন্দরকে ঘিরে তৈরি হবে এভিয়েশনের হাব। আর সারাবিশ্বের বিমান কক্সবাজারে ওঠানামা করার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আরও ভিডিওতে।