আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর আরও অন্তত চার হাজার ২০০ মানুষকে দেশটি থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা সময়ের মধ্যে তাদেরকে সরিয়ে নেয়া হয়। তাদের মধ্যে মার্কিন নাগরিক ও তালেবানের ভয়ে দেশ ছাড়া আফগানরাও রয়েছেন।