আবারও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোর হোটেল ও রিসোর্ট ব্যবসায়। করোনাভাইরাস ও ডেঙ্গুর কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ছুটি কাটাতে ভ্রমণে যাওয়া শুরু করেছে মানুষ। চলতি বছরের মার্চের শুরু থেকে দেশে কঠোর বিধিনিষেধ জারি হলে কয়েক মাসের জন্য ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। সম্প্রতি বিধিনিষেধ তুলে নেওয়ায় সমুদ্র সৈকত, পাহাড় ও অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় জমাতে শুরু করেছে মানুষ।
গত ১৯ আগস্ট সরকার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও ৫০ শতাংশ ধারণক্ষমতা ব্যবহার করে সব ধরনের পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দেয়।
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার পুনরায় চালু হওয়ার পর প্রায় ৪৭০টি হোটেল ও মোটেল এবং দুই হাজারের মতো খাবারের দোকানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে।