চলে গেছে সময় কিন্তু এখনও আশা ছাড়েননি জেলেরা। শ্রাবণের ভরা পূর্ণিমায় ধরা পড়বে পদ্মা নদীর ইলিশ। কিন্তু তাও পড়েনি। শ্রাবণের ভরা জোয়ারও চলে গেছে। কিন্তু ইলিশের দেখা নেই পদ্মায়। কিন্তু বাজার ভরে গেছে পদ্মার ইলিশে। গত কয়েকদিন ঢাকার খুব কাছের মাওয়া ঘাটের মাছের আড়তগুলো ঘুরে দেখা যায়, কোথাও পদ্মার ইলিশ নেই। তবে বাজারে বিক্রি হচ্ছে বড় সাইজের ইলিশ, আর দামও হাতের নাগালে। তবে কক্সবাজার, চাঁদপুর, ভোলা, বরগুনা ও পটুয়াখালীসহ সমুদ্রের ইলিশ মিলছে বাজারগুলোতে।