‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ কথাটি যেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লকডাউন ঘোষণা আবার লকডাউন তুলে নেওয়া। গার্মেন্টস বন্ধ আবার গার্মেন্টস খোলা। শ্রমিকদের আসতে বলে বাস বন্ধ করা। আবার গণটিকা কার্যক্রম চালু করে বন্ধ।
অন্যদিকে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাগণ আগ বাড়িয়ে কথা বলায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার দায়ও তাকে নিতে হচ্ছে। কিছুদিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছিলেন, ১১ আগস্টের পর ১৮ বছর ঊর্ধ্বে নাগরিকরা ভ্যাকসিন কার্ড ছাড়া বের হলেই শাস্তি,পরদিন অবশ্য দুঃখ প্রকাশ করে তার বক্তব্য প্রত্যাহার করেন তিনি।