লিডসের হেডিংলিতে চলছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। প্রথম দিনই খুবই যাচ্ছেতাই অবস্থা ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে ৭৮ রানে অলআউট হয়ে গেছে তারা। অন্যদিকে ব্যাট করতে নেমে ৪২ ওভার খেলে ১২০ রান করার পরও কোনো উইকেট হারায়নি স্বাগতিক ইংলিশরা। এ অবস্থায় ভারতীয় ফিল্ডারদের মাথা এমনিতেই গরম হয়ে যাওয়ার কথা।