গাছ পাল্টে দিলো গোটা গ্রামের মানুষের জীবন। পিচ গাছ চাষের মধ্য দিয়ে ভাগ্য খুলেছে চীনের গালা নামের গ্রামের বাসিন্দাদের। ফল বিক্রির পাশাপাশি ফুলের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্রে রূপ দেয়া হয়েছে তিব্বতের অঞ্চলটি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে নারী-পুরুষ সবাই। চীনের উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে গ্রামটি।