ইতালিতে অবস্থিত বোলগ্না বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে পুরোনো। চলমান শিক্ষা কার্যক্রম অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়টি ১০৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালটিতে প্রায় ৮৭ হাজার ৭৬০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ৬৪ হাজার ছাত্র রয়েছে।
বর্তমানে কিউএস (কোয়াককোয়ারেলি সিমন্ডস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৬৬তম। প্রতিষ্ঠাকাল অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি বিশ্বের দ্বিতীয় পুরোনো। বিশ্ববিদ্যালয়টি ১০৯৬ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের প্রায় ২৮ জন প্রধানমন্ত্রী ও ৫০ জনের বেশি নোবেল বিজয়ী ওই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই।