চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর আজ বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসার কথা। একই ফ্লাইটে দেশে ফেরার কথা আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশির। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তাঁরা প্রায় ২০ ঘণ্টা ধরে কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন।
দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ১৫ নাগরিকের অন্যতম রাজীব বিন ইসলাম প্রথম আলোকে আজ সকালে এ তথ্য জানান। পেশায় প্রকৌশলী রাজীব আফগান ওয়্যারলেসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।