সদ্য দায়িত্ব নেয়া নিউ ইয়র্কের গভর্নর, ক্যাথি হোকুল স্বীকার করেছেন যে, তাঁর পূর্বসূরি অ্যান্ড্রু কুমো নিউ ইয়র্কে করোনায় মৃতের যে সংখ্যা প্রকাশ করেছিলেন, প্রকৃত সংখ্যা তার চাইতে প্রায় ১২,০০০ বেশি I
মঙ্গলবার, নতুন গভর্নরের সরকারি ওয়েব সাইটে জানানো হয় যে, ঐ রাজ্যে মৃত্যুর বিষয়ে রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্রের কাছে পেশ করা তথ্য অনুযায়ী করোনায় ৫৫,৩৯৫ জনের মৃত্যু সার্টিফিকেট দেয়া হয়েছে। প্রাক্তন গভর্নর কুমো সোমবার তাঁর শেষ কর্ম দিবসে জানিয়েছিলেন, মৃতের সংখ্যা ৪৩,৪১৫ I
দুটি পরিসংখ্যানই প্রকাশ করা হয়েছেI এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে জানানো হয় যে, মৃতের নতুন হিসাবে যারা হাসপাতাল, নার্সিং হোম, অ্যাডাল্ট কেয়ার সেন্টার, নিজ বাড়ি, হসপিস বা অন্য কোনো স্থানে প্রাণ হারিয়েছেন, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছেI