স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় জেল হাজতে থাকা সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদার এবং যৌতুকের মামলায় আদালতে অভিযোগ গঠনের পর প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমীনকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক অফিস আদেশে এই দুই শিক্ষককে বরখাস্ত করে।
সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, নোয়াখালীর হাতিয়াদ্বীপ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদারের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার স্ত্রী খোদেজা বেগম লাকী। ওই আইনের ১১(গ) ৩০ ধারায় দায়ের করা মামলায় গত ৩০ মার্চ তাকে জেল হাজতে পাঠানো হয়। বর্তমান চাকরি আইনের (২০১৮) ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।প্রচলিত নিয়মে তিনি সাময়িক বরখাস্ত থাকাকালে খোরপোষ ভাতা পাবেন।