মহামারীতে শিক্ষা কেন অনুপস্থিত

দেশ রূপান্তর বদরুল হাসান প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ১১:০০

বাল্যকালে গ্রামাঞ্চলে দেখেছি নিরক্ষর বা স্বল্প শিক্ষিত পিতামাতা তাদের সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের সামনে অনেক সুবচন আওড়াতেন। এর মধ্যে ‘লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে’ ছিল প্রথমে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও কম যাননি; তাদের দেওয়া ‘সততাই উৎকৃষ্ট পন্থা’, ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’এই জাতীয় সুবচনধর্মী উক্তির ভাব সম্প্রসারণে অনেক গলদঘর্ম হয়েছি এবং এগুলোর মর্মার্থ কিছুটা হলেও আত্মস্থ করার চেষ্টা করেছি। কিন্তু এরপর বিশ্ববিদ্যালয়ে এসে তখনকার একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে জনপ্রিয় নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের ‘সুবচন নির্বাসনে’ নাটকটি দেখে বেশ খানিকটা মোহভঙ্গ হয়। পরবর্তী সময়ে কর্মজীবন এবং এখন অবসর জীবনে এই সব নীতিবচনের মর্মার্থ নিয়ে এখন পুরোপুরি মোহমুক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us