কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তালেবানকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে অভিহিত করেছেন। সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দরজাও খোলা রেখেছেন তিনি। খবর এনডিটিভির। গতকাল সোমবার সাংবাদিকদের ট্রুডো বলেন, ‘কানাডা দীর্ঘদিন ধরেই তালেবানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আসছে। সন্ত্রাসীদের আশ্রয়দাতাও তালেবান। এ কারণেই তালেবান সন্ত্রাসীর তালিকাতেই রয়েছে। তাই তালেবানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা হতে পারে।’