বিশ্বের অনেক দেশের মতো আমাদের দেশেও করোনার প্রভাবে বন্ধ আছে স্কুল-কলেজসহ অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ বিরতিতে শিক্ষার্থীদের লেখাপড়ার অপূরণীয় ক্ষতি কমিয়ে আনতে দূরবর্তী শিক্ষা ব্যবস্থার বেশ কিছু আয়োজন করা হয়েছে। তবে, যে ব্যবস্থাটির দিকে সবাই এখন বেশি এগিয়ে যাচ্ছে, সেটি হলো অনলাইন ক্লাস।
বিশেষ করে, শহরকেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম বেশ কিছুদিন ধরে চলে আসছে। কিন্তু, শিশুদের ক্ষেত্রে এই অনলাইন ক্লাস, আপাত সমাধানের পাশাপাশি বেশ কতগুলো চ্যালেঞ্জও নিয়ে এসেছে।