মানিকগঞ্জে বিধবা ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দূর-রে শাহওয়াজ ও প্রকৌশলী মোজাম্মেল হকসহ জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সহায়তা বিতরণ করা হয়।