করোনা বিশ্বজনীন সমস্যা। ছোট বড় কাউকে ছাড় দিচ্ছে না। সবাইকে মনে হয় সমান করে দেবে। কিন্তু পারেনি। তারা টিকে গেছে যাদের ক্ষমতা আছে। টিকবার। বয়স্কদের বিপদ হয়েছে বেশি, তাদের প্রতিরোধ ক্ষমতা কম। আবার যাদের বিত্ত আছে তারা যতটা চিকিৎসা পেয়েছে বিত্তহীনরা ততটা পায়নি। আমরা বৈষম্যের কথা বলি, বলতেই থাকি, বলাটা দরকারও বটে। করোনা বৈষম্য বাড়িয়ে দেবে। পৃথিবীজুড়ে অর্থনৈতিক দুঃখ দেখা দেবে। এর মধ্যে দরিদ্র দেশ এবং দরিদ্র মানুষ এদের বিপদটা হচ্ছে এবং হবে বেশি। তারা আরও কাহিল হবে।