রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়াসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। আজ রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে এই যুক্তিতর্ক হয়। এদিন রাষ্ট্রপক্ষে সরকরি কৌঁসুলি গোলাম ছারোয়ার খান জাকির যুক্তিতর্ক শুনানি শুরু করেন। যুক্তিতর্ক শুনানিতে তিনি আট আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন।