ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধটা অবষেণে মিটতে চলেছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আবদ্ধ হতে রাজি হয়েছেন ১৮ জন লঙ্কান ক্রিকেটার। এরই মধ্যে বোর্ডের সঙ্গে নতুন চুক্তিতে সইও করে ফেলেছেন তারা। আগস্ট থেকে শুরু করে ৩১ ডিসেম্বর- মাত্র এই ৫ মাস মেয়াদ থাকবে নতুন চুক্তির। নানা বিষয় নিয়ে এ চুক্তির ব্যাপারে বোর্ডের সঙ্গে মতদ্বৈততা ছিল লঙ্কান ক্রিকেটারদের।