কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে ৫০০ বছরের পুরোনো খোকসার ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির, মহাশ্মশান, শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নদী তীরবর্তী অসংখ্য স্থাপনা। নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নদীসংলগ্ন নতুন নতুন এলাকা। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মা ও গড়াই নদী তীরবর্তী এলাকার মানুষ।