গত ৮ আগস্ট দৈনিক ইত্তেফাকে ‘‘পরীমণি ও পিয়াসার সঙ্গে ২১ প্রভাবশালীর সখ্য’’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক স্থানে ভুলবশত একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের নাম ছাপা হয়েছে। এ ছাড়া ওই সংবাদে ওই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে শওকত রুবেল নাম ছাপা হয়েছে। এই দুটি তথ্যই নিঃসন্দেহে ভুল ছিল। ঘটনার সঙ্গে ওই ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের কোনো সংশ্লিষ্টতা নেই। তার নামটি ভুলবশত প্রকাশ হওয়ায় এবং তাতে করে তার ব্যক্তি মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় ইত্তেফাক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।