আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৩টি জেলা তালেবানের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা। শুক্রবার (২০ আগস্ট) দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং উত্তরাঞ্চলীয় জোট প্রধান আহমাদ মাসুদের নেতৃত্বাধীন বিরোধী জোট পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে ও ভয়েস অব আমেরিকা।