প্রায় তিন দশক আগে ১৯৮৯ সালে ভৈরবের পলতাকান্দায় মাটি ভরাট করে গড়ে ওঠে মাছের আড়ত। ৬৩০ একর জমির ওপর মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা বাজারে প্রায় দুশ’র বেশি মাছের আড়ত রয়েছে। তবে দিনে নয় এ বাজার জমে রাতে। প্রতিদিন বিকেল ৪টায় শুরু হয়ে বেচাকেনা চলে রাত ১০টা পর্যন্ত।