১৭ বছর ধরে বহন করে চলা স্প্লিন্টারের যন্ত্রণা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ সেই গ্রেনেড হামলার কথা। সেদিনটির কথা মনে হলেই ভয়ংকর এক দুঃস্বপ্নের মতো মনে হয় তাঁর কাছে। হঠাৎ বিকট শব্দ। মানুষের চেঁচামেচি, চিৎকার, আর্তনাদ ও হৈ চৈ। দেহে আগুনের স্ফুলিংয়ের অসহ্য অনুভূতি।