প্রায় পাঁচ বছর পর হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবশেষ ২০১৬ সালে ভারতের মাটিতে হয়েছিল বিশ্বকাপের আসর। এবারও হওয়ার কথা ছিল ভারতেই। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারত থেকে বিশ্বকাপটি সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাত ও ওমানে।
ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া কুড়ি ওভারের বিশ্বকাপেও শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা। তবে এবার আরব আমিরাতে বিশ্বকাপ হবে বিধায়, অনেকেই ফেবারিট হিসেবে মানছেন এশিয়ার দেশগুলোর কথা।